শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক পর্যায়ে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠণ বাংলাদেশ এডুকেশন্যাল স্টুডেন্ট ট্রাস্ট’র আয়োজনে এ উপকরণ প্রদান করা হয়।
এ উপলক্ষে সংগঠণের প্রধান উপদেষ্টা নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা জিন্নাহর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল আলিম, তিনানী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, নালিতাবাড়ী নাজমুল স্মৃতি কলেজের প্রভাষক মো. আইয়ূব আলী বিদ্যুৎ, বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, শেরপুর কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, সংগঠণের পরিচালক মো. গোলাম মোস্তফা প্রমূখ।
সভা শেষে ৩০জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।