শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের কাঁচামাল ও মনোহারী তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৪ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন আব্দুল মজিদ, মো. সজিব মিয়া ও আব্দুল মালেক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা অমান্য ও ফুটপাত দখল করে দোকান স্থাপনের অভিযোগে ১৮৬০ সালের দন্ডবিধি ২৬৯ আইনে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় থানার উপ-পদির্শক (এসআই) অহিদুজ্জামান নিপুন, সহকারী উপ-পদির্শক (এএসআই) সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্সরা আদালতকে সহযোগিতা করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।