আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুন্দর রাখতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের ড্রেন (নালা) পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর বাজারের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদৎ হোসেন, ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মুক্কু, শিক্ষক রোস্তম আলী, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী টিটু প্রমুখ।
দেখা যায়, ঝিনাইগাতী বাজারের প্রধান সড়কে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাশের ড্রেন থেকে ১০ থেকে ১৫জন পরিচ্ছন্নতাকর্মী ময়লা তোলছেন। ড্রেনের ময়লা অপসারণের কাজ শুরু করায় ব্যবসায়ীসহ পথচারীরা সবাইকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।