শেরপুরের ঝিনাইগাতীতে মাজহারুল ইসলাম (২২) নামের একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রক্ত পরীক্ষা করে ওই ব্যক্তির ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে আরও দুইজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তারা সুস্থ্য হয়ে বাড়িতে আছেন।
আক্রান্ত মাজহারুল ইসলাম উপজেলার নয়াপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী।
তার ভাষ্যমতে, চলতি মাসের ২৭ তারিখে (সোমবার) গাজীপুর থেকে বাড়িতে বেড়াতে আসেন। এরপর মঙ্গলবার থেকে জ্বর ও তীব্র মাথাব্যথা শুরু হয়। এরপর সারা শরীরে ব্যথা অনুভব হলে তিনি গতকাল বুধবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে আজ বৃহস্পতিবার তার রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ বোধ করছেন বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীকে বিশেষ নজরে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।