“শেখ হাসিনার উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে ১৬ মে মঙ্গলবার সকালে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, শিক্ষার্থী ইসরাত জাহান মিতা ও আব্দুল্লাহ আল নাইম।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।