শেরপুরের ঝিনাইগাতীতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রুমি (৪০) জামিনে মুক্তি পেয়েছে। আজ (১৮ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন্নুনেসা খানম রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জামিনের আদেশ দেন। রুমি উপজেলার ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের মেয়ে ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঝিনাইগাতী শাখার মহিলা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫)। ওই মামলার পরিপ্রেক্ষিতে রুমিকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করে পুলিশ। ওই মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুক আইডিতে প্রকাশ করার অভিযোগ করা হয়। কিন্তু তদন্তকালে অভিযোগের প্রমাণ না পাওয়ায় গত বুধবার আদালতে চূড়ান্ত রির্পোট দাখিল করেন পুলিশ।
শেরপুরের কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান তরফদার রিমান্ড আবেদন ও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।