শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে এক মাইক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অারো দুই জন।
রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। সে মাইক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেজুতী- চয়ন নামের (ঢাকা মেট্রো ট-১১৩৪৭৯) বালুভর্তি ট্রাকটি নালিতাবাড়ি উপজেলার বারোমারী থেকে ওই সময় ঢাকায় যাচ্ছিল। এ সময় শেরপুর থেকে আসা বিপরীতমুখী নন্নীগামী এক ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মাইক ব্যবসায়ী সাইদুল ইসলাম নিহত হন। আহত হন অপর মাইক ব্যবসায়ী মতিউর রহমান ও অটোরিকশা চালক অজ্ঞাত। অটোরিকশা চালকের নাম জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী আতাহার আলী জানান, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।