শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ইঞ্জিন ভেঙ্গে বুদ্ধিসন সাংমা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছোট গজনী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বুদ্ধিসন সাংমা ওই গ্রামেরই ফলেন্দ্র মারাকের ছেলে।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি জানান, বুদ্ধিসন সাংমা শেরপুর থেকে ট্রলি চালিয়ে বাড়ি ফিরার পথে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকায় আকস্মিকভাবে ইঞ্জিন ভেঙ্গে যায়। পরে ওই বিচ্ছিন্ন ট্রলির চাপায় ঘটনা স্থলে মারা যায় বুদ্ধিসন সাংমা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের আবেদনক্রমে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।