শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালুর অংশ হিসেবে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা মিনি স্টোডিয়াম মাঠে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ টিফিন বক্স বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ একেএম ফজলুল হক। এ উপলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহম্মেদ প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) বরাদ্দ হতে উপজেলার ৫ হাজার ৬’শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূলে এ টিফিন বক্স বিতরণ করা হবে।