শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পিকনিক স্পটের মুক্তমঞ্চে ১২ এপ্রিল বুধবার জীব বৈচিত্র সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় সক্ষমতা ও জীববৈচিত্র উন্নয়নে জনগণ দ্বারা সামাজিক পদক্ষেপ (ক্লেভ) প্রকল্প এর সহযোগীতায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এ.সি আলোঘর, ঝিনাইগাতীর মি: সত্যজিৎ মৃ।
ক্রেনিশ ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেন। প্রকল্প মেলা বিষয়ক আলোচনা করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (কৃষিবিদ) মি: সান্তনু রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি: নবেশ খকশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, গজনীর পাষ্টার যোনাথন বনোয়ারী, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক কাংশা ইউপি চেয়ারম্যান আনার উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কারিতাস ঝিনাইগাতী উপজেলার ক্লেভ প্রকল্পের সুখরঞ্জন সরকার, সুবল ম্রং ও রনু নকরেক প্রমুখ। পরে ৪০ জন বাউল, কোচ, বানাই ও হাজং শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়