জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক র্অপন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন।
পরে ওইখান থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
পরে ইউএনও রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যদেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বীর মুক্তিযুদ্ধা মো. শামছুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন প্রমূখ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।