শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতি’র সভাকক্ষে এ ইফতার ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দীন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক ডা: শাহজাহান সাজু, শেরপুর ৩ আসনের জাতীয় পার্টি থেকে মনোয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. ইকবাল আহসান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।