বাঙ্গালির জীবনে স্মৃতিগাথা মহান বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের চেতনায় এ মাসের শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চূড়ান্ত রূপ ধারণ করে। এ দিনটিকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা রাস্তায় ঘুরে ঘুরে বাঁশের সঙ্গে বিভিন্ন মাপের জাতীয় পতাকা বেঁধে বিক্রি করছেন। শুধু পতাকা নয়, লাল-সবুজের মাথার কাগজের ক্যাপ, রাবার, হাতের ব্যাজ, বুকের ব্যাজ বিক্রি করছেন তারা।
ভ্রাম্যমান পতাকা বিক্রেতা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার পদ্মাকান্দা গ্রামের মো. নাইম খান বলেন, তার এলাকার অন্তত দশজন ভ্রাম্যমান পতাকা বিক্রেতা এক সপ্তাহ আগে শেরপুরে এসেছেন। জেলার ৫টি উপজেলায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করে আসছে।
তিনি আরও বলেন, পতাকা বিক্রি করে লাভবান হওয়ায় তাদের মুল উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্যে দেশাত্ববোধ সম্পর্কে সাধারন মানুষের মনে দেশ প্রেম জাগিয়ে তোলা।