শেরপুরেরর ঝিনাইগাতীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম, কৃষি কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা একেএম রফিকুল ইসলাম, কৃষক মো. হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইঁদুর দমনের বিভিন্ন রকম দেশীয় যন্ত্রপাতি ও কলাকৌশল প্রদর্শন করা হয়।