‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওইস্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, থানার ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক নাসরীন জাহান, ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, মো. রুকুন উজ্জামান, মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।