শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার জোলগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তিনি। নিহত জয়নাল আবেদীন ওই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন একই গ্রামের রোমান মিয়া, ফাতেহা বেগম, আহেদ আলী ও সুলতানা বেগম।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর ছিদ্দিক জানান, জুলগাঁও গ্রামে ওয়ারিশের জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। প্রথমে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।