“আর্থ-সামাজিক উন্নয়নে তারুণ্য” স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রা শুরু করেছে চেম্বার অব সার্কেল নামের একটি সংগঠন। সুদমুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য অর্থ সঞ্চয় ও পরিচালনা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশগ্রহণের লক্ষে এ সংগঠনের যাত্রা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের তরুণ উদ্যোক্তারা। ঝিনাইগাতী শহীদ মিনার সংলগ্ন পাঞ্জেরী মডেল পাবলিক স্কুল মিলনায়তনে রবিবার সকালে সংগঠনটির উপদেষ্টা ও আহবায়ক কমিটির সদস্যদের বৈঠকে সংগঠনটির গঠনতন্ত্র ও নীতিমালা চূড়ান্ত করে শুভ যাত্রা শুরু করা হয়।
এদিকে একই বৈঠকে রাফি মল্লিক, মোরাদ হোসেন ও জান্নাতুন নাঈম বাঁধনকে উপদেষ্টা করে আগামী ১বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাকালীন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে হানিফ উদ্দিন লিটন, সহ-সভাপতি (১) ওমর ফারুক, সহ-সভাপতি(২) আফিফ হাসান, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল সরকার ফরিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম আকাশ, প্রচার সম্পাদক বেলাল মাহমুদ, কোষাধক্ষ শামীম মাহমুদ, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীনকে নির্বাচিত করা হয়েছে।