শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ হাজার ১০০জন অসহায়, দুঃস্থ শীতার্তদেরকে কম্বল দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত থেকে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, গত এক সপ্তাহের ঘন কুয়াশা আর মৃদু শৈত্য প্রবাহের কারণে শীতে বিপর্যস্ত হয়ে পড়ে এখানকার মানুষ। তাই অসহায় ও দুঃস্থদের শীত নিবারণের জন্য প্রশাসনের উদ্যোগে উপজেলার সাত ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যানকে সরকারের দেওয়া ৪৬০টি করে কম্বল বিতরন করা হয়েছে।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ শীতের রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় পাঁচ শতাধিক শীতার্তকে কম্বল দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, এ উপজেলায় সরকারের দেওয়া ৪ হাজার ১০০ কম্বল বিতরন করা হয়েছে। আরও নতুন কম্বলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, সরকাররের কাছ থেকে পাওয়া ৩ শতাধিক কম্বল বিতরনের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও তিনি কম্বল বিতরন করছেন।