শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আরাফাত (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার পূর্ব গজারিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ঘুড়ি উড়ানোর একপর্যায়ে শিশু আরাফাতের ওই ঘুড়িটি বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এসময় ওই তারে জড়ানো ঘুড়ি ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।