শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে বুলবুলী খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার কাংশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুলবুলী খাতুন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।
কাংশা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম জানান, বুলবুলী খাতুন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি বাড়ির পার্শের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় বুলবুলীকে না পেয়ে পরিবারের সদস্যরা তার খোঁজ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে মৃত অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।