শেরপুরে ঝিনাইগাতীতে জোনাকী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাকুরপাড় এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোনাকি বেগম মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড়া গ্রামের আলেক জামালের স্ত্রী। এই ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে একই উপজেলার চেঙ্গুরীয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জোনাকী বেগমের পার্শবর্তী ডাকুরপাড় গ্রামের আলেক জামাল (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছর ও দুই মাস বয়সী দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত ৬ আগস্ট জোনাকী বাবার বাড়িতে সন্তান প্রসবকালীন সময় কাটিয়ে স্বামীর বাড়ি আসেন। বৃহস্পতিবার সকালে জোনাকীর বসত ঘরের মাচার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
এদিকে, নিহত জোনাকীর বড় বোন জেসমিন আক্তার সাংবাদিকদের জানান, স্বামীর পরিবারের লোকজন তার বোন জোনাকীকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, জোনাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।