শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের উত্তর বাকাকুড়া এলাকায় এক গৃহবধূকে (২৭) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
শনিবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের খোকন মিয়া (২২) ও রাসেল মিয়া (২০)। আর গৃহবধূর বাড়ি শেরপুর সদর উপজেলার মোবারকপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে ওই গৃহবধূ তার এক আত্মীয়ের সঙ্গে উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণে রওনা দেন। তারা একটি ব্যাটারিচারিত অটোরিকশায় যাচ্ছিলেন। অটোরিকশাটি উপজেলার উত্তর বাকাকুড়া এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েকজন বখাটে যুবক অটোরিকশাটি আটকিয়ে ও গৃহবধূর আত্মীয়কে ভয় দেখিয়ে গৃহবধূকে জোরপূর্বক গারো পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। এরপর তিন যুবক উপূর্যপরি তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে ও এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান এবং খোকন ও রাসেলকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়।
রাত সাড়ে আটটার দিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য রোববার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।