শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের পক্ষ থেকে কোন প্রকার গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে।
রোববার (২১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং করা হয়।
মাইকিং এ বলা হয়, আপনাদেরকে জানানো যাচ্ছে যে, আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না। কোন সন্দেহ বর্শবর্তী হয়ে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
মাইকিং এ আরও বলা হয়, সন্দেহ জনক কোন তথ্য পেলে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। আপনার এলাকাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত রাখুন।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বলেন, পুলিশ সুপার (এসপি) স্যারের নির্দেশনায় জনগণের সচেতনতার জন্যে এ মাইকিং করা হয়েছে।