শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামছুল আলম, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক ও বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।