শেরপুরের ঝিনাইগাতীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার সুফিয়ানকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার দুপুরিয়া গ্রাম থেকে তাকে (সুফিয়ান) গ্রেপ্তার করা হয়। সুফিয়ান ওই গ্রামেরই সাহেব আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটির বাবা নেই। তার মা বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত বৃহস্পতিবার সকালে শিশুটির মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী কিশোর আবু সুফিয়ান খেজুর দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে ঘটনাটি জানাজানি হলে সুফিয়ান সুকৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুফিয়ানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। এরপর রাতে (সুফিয়ান) বাড়ি ফিরে এলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সুফিয়ানকে একমাত্র আসামি করে মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।