করোনা পরিস্থিতি মোকাবেলায় অতিদরিদ্র, দুস্থ ও কর্মহীন জনগোষ্ঠীর মানুষদের জন্য খাদ্য সহায়তার জন্য তহবিল সংগ্রহে ব্যাংক হিসাব খুললেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইউএনও রুবেল মাহমুদ। আজ বুধবার দুপুরে এ বিষয়টি শেরপুর টাইমসের কাছে নিশ্চিত করেছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে হাসপাতাল, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে অতিদরিদ্র ও দুস্থ জনগোষ্ঠী। এদের মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, দিনমুজুর, বাদাম বিক্রেতা, হকার, ফেরিওয়ালা, কুলি, মুচি ও গরিব চায়ের দোকানদার।
এ কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার জন্য তহবিল সংগ্রহে বাংলাদেশ সোনালী ব্যাংকের ঝিনাইগাতী শাখায় একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। যাহার হিসাব নং- কোভিড ১৯ করোনা তহবিল ৬২০২৬০২০০০৬৫১। এ ছাড়া ০১৭১১৮৭২২০২ এ নম্বরে বিকাশ বা নগদ এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
এ প্রসঙ্গে ইউএনও রুবেল মাহমুদ বলেন, ‘সরকার সব সময় মানুষের পাশে রয়েছে। সব ধরনের সাহায্য-সহযোগিতা ও করা হচ্ছে। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। আসুন সবাই মিলে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করি। তাই বিত্তবানরা যাদের সামর্থ্য রয়েছে তারা এগিয়ে এলে আরও বেশি সহায়তা পাবেন কর্মহীন অতিদরিদ্র ও দুস্থ জনগোষ্ঠী। এ সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।’