শেরপুরের ঝিনাইগাতীতে আন্তঃক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল চারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ‘কিশোর-কিশোরী’ ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) শাহরিয়ার পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে বালিশ বদল (কিশোরী), আবৃত্তি, সংগীত, দৌড় (কিশোর), চিত্রাঙ্কন প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন ‘কিশোর-কিশোরী’ ক্লাবের বিজয়ী সদস্যদের পুরস্কার দেওয়া হয়।