‘ক্রীড়ার সাথে যুক্ত হই, মাদক থেকে মুক্ত হয়- এ স্লোগানে আগামী ১৫ অক্টোবর থেকে শেরপুরের ঝিনাইগাতীতে ‘ঝিনাইগাতী প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০১৮ শুরু হতে যাচ্ছে।
সেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের ঝিনাইগাতী’র আয়োজনে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত আটটায় স্থানীয় গুলশান ক্যাফেতে গ্রুপ নির্ধারণ ও ১ম পর্ব খেলার তালিকা প্রণয়নে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান শিমুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, সাংবাদিক হারুন উর রশিদ দুদু, দুদু মল্লিক প্রমুখ। এছাড়া প্রত্যেক দলের ম্যানেজার ও অধিনায়ক উপস্তিত ছিলেন।
আয়োজক সংগঠনের আহবায়ক নাইম রাহাত পাপ্পু জানান, এ টুর্ণামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ১০টি দল অংশ গ্রহণ করবে। র্যাফেল ড্রয়ের মাধ্যমে উদ্বোধনী খেলায় নিউ স্টার স্পোটিং ক্লাব বনাম নিউ জেনারেশন খৈলকুড়া অংশ গ্রহণ করবে বলে নির্ধারিত হয়েছে।