শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ কমিনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখা।
রবিবার দুপুরে উপজেলা সদর বাজারের ধানহাঠি মোড়ে রাংটিয়া-ঝিনাইগাতী সড়কে আধঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ কমিনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন মিয়া সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশ কমিনিস্ট পার্টির (সিপিবি) শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো.বাবুল, সদর থানা কমিটির সভাপতি মো. সুলেমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মান্না প্রমুখ।
বক্তরা বলেন, এক মণ ধান ফলাতে কৃষকের প্রায় ৯০০ টাকা খরচ হয়। অথচ স্থানীয়ভাবে মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের কাছে কৃষকদের এক মণ ধান প্রথমে বিক্রি করতে হয়েছে মাত্র ৫০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান করে তারা।