শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফারুক আল মাসুদ।
উদ্বোধনকালে ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরকে।তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।’
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ উপজেলায় ২০২০-২১ খরিফ-২/২০২১-২০২২ মৌসুমে আমন ধানের হাইব্রিড ও উফশী বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘এ অর্থবছরে উপজেলার এক হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।তন্মধ্যে ২০০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৮০০ জন কৃষককে জনপ্রতি ২ কেজি হাইব্রীড জাতের আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেয়া হবে।’
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নাদিয়া আখতার, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান।