শেরপুরের ঝিনাইগাতীতে করোনা শনাক্ত এক পুলিশ কর্মকর্তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ‘পরিদর্শক’ পদমর্যাদার ওই পুলিশ কর্মকর্তাকে শুক্রবার রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সে করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করা পরীক্ষায় তার আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।
এদিকে ওই কর্মকর্তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও ১২ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার করোনা পরীক্ষার জন্য তিনি অর্ধশতাধিক নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়। শুক্রবার রাতে পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। তাতে ওই পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক সংস্পর্শের কারণে তিনি করোনায় আক্রান্ত হন। করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সামজিক দূরত্ব বজায় রাখার ও ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।