পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০জানুয়ারী শনিবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।
কমিউনিটি পুলিশিং নলকুড়া ইউনিয়ন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই খোকন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আনার উল্ল্যাহ, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান প্রমুখ।