‘আমরা মাদক সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এবং নবীন কবির সন্ধানে আমরা আছি সবখানে’-এই শ্লোগানকে ধারণ করে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কবি সংঘ বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখা মহারশি নদীর তীরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কবিতা পাঠ, আলোচনা ও পৌষ পূর্ণিমা উদযাপন করেছে।
কবি সংঘ বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক মো: মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদ সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্মানিত সদস্য কবি প্রাবন্ধিক এবং গবেষক ড. আবদুল আলীম তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর রেহানা ইদ্রিস মডেল একাডেমীর এডিশনাল প্রিন্সিপাল কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক এবং ‘শেরপুরের আলো’ নিউজ পোর্টালের সম্পাদক মো: রফিকুল ইসলাম।
আলোচনায় অংশ নেন কবি সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, প্রিয়জন আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশের একমাত্র যুব মহিলা সভাপতি- ঝিনাইগাতী উপজেলা শাখা আওয়ামী যুবলীগ সভাপতি কবি ফজিলা খাতুন শারমিন এবং কবি সংঘ বাংলাদেশ’র ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি জামাল শেখ।
কবি আল হারুনের সঞ্চালনায় বঙ্গবন্ধু ও পৌষ পূর্ণিমার উপর কবিতা পাঠ করেন কবি তালাত মাহমুদ, কবি ড. আবদুল আলীম তালুকদার, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি মো: মঞ্জুরুল হক, কবি ফজিলা খাতুন শারমিন, কবি মোহাম্মদ মাহবুবুর রহমান, কবি নবীজল হক রানা, মরমী কবি সিরাজউদ্দিন, কবি জামাল শেখ, কবি আল হারুন, বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কবি সিনথিয়া শারমিন, কবি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।