শেরপুরের ঝিনাইগাতী জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। গতকাল মঙ্গলবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলা দুইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক। ওয়াজ মাহফিলের আয়োজক ধর্মীয়প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন।
জানা গেছে, এতে সকাল ১১টা থেকেই জড়ো হতে থাকেন লাখো ধমপ্রাণ নারী-পুরুষ। বেলা দেড়টার দিকে স্টেডিয়াম মাঠ মানুষে ভরে যায়। মাঠ ছাড়িয়ে পাশের রাস্তা, বাড়ি, দোকানে দাঁড়িয়ে মানুষকে বয়ান শুনতে দেখা গেছে। এতে বয়ান করেন বিশ্ব নন্দিত মোফাচ্ছিরে কোরআন আল্লামা তারেক মুনায়ার, হাফেজ মুফতি আমির হামজা (কুষ্টিয়া), হাফেজ মুফতি আব্দুল মাজিদ (রাজশাহী) প্রমুখ।
ওয়াজ মাহফিলে অংশ নেওয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম বলেন, এ ওয়াজ মাহফিলে বয়ান শুনতে উপজেলা, জেলা ও জেলার বাইরে থেকে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। এ উপজেলার ইতিহাসে এবারের ধর্মীয় সভায় সর্বোচ্চ সমাগম হয়েছে বলে জানিয়েছেন তিনি।