মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্যকরণসহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে ২০ সেপ্টেম্বর বুধবার সকালে ঘন্টাব্যাপী বাজারের প্রধান সড়কে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ মানববন্ধনে উপজেলার ২শ ৪২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, ১৪টি দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বসাধারণ বৃষ্টিকে উপেক্ষা করে অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি খালিছুর রহমান, দিঘীরপাড় ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সুলতান মাহমুদ খসরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আঃ ছাত্তার, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আক্তারুজ্জামান ও মঞ্জুরুল হক প্রমুখ। বক্তারা অবিলম্বে মিয়ানমারের মুসলিমদের উপর নির্যাতন বন্ধসহ তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনেতাদের অনুরোধ করেন। মানববন্ধন শেষে সারাবিশে^র নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
শেরপুর টাইমস/ বা.স