“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার সকালে থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গদের সমন্বয়ে এক মতবিনিময় সভা থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামছুল আলম, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, আ’লীগ নেতা একেএম বেলায়েত হোসেন ও সিনিয়র সাংবাদিক এম মোকাদ্দেস প্রমুখ।
ওসি মিজানুর রহমান তার স্বাগতিক বক্তব্যে বলেন, বর্তমানে ঝিনাইগাতীতে মাদক, জুয়া, গাজা, হেরোইন ও ইয়াবাসেবী সহ বিপুল সংখ্যক অপরাধী গ্রেফতার হওয়ার ফলে বর্তমানে পুরো উপজেলা এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। অপরাধীদের প্রতিটি দূর্গ ভেঙে ঝিনাইগাতী থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়াকে নির্মূল করা হয়েছে। ফলে এ উপজেলার মানুষ এখন শান্তিতে জীবন যাপন করছে, আর এসব সম্ভব হয়েছে এ এলাকার জনগণের সার্বিক সহযোগীতার জন্য। অন্যান্য বক্তারা ওসি মিজানুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান অতিথি শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম উপস্থিত প্রত্যেককে আরো আন্তরিক হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে ঝিনাইগাতী থানা পুলিশকে সহযোগীতার জন্য আহবান করেন এবং সেই সাথে কেউ যেন মিথ্যা মামলায় হয়রানীর শিকার না হয়, সে দিকে লক্ষ্য রাখতে থানা পুলিশকে পরামর্শ দেন।