“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে ১৬ আগষ্ট বুধবার সকালে থানা কনফারেন্স রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আব্দুল কাদের খান এর সঞ্চালনায় সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ নির্মূলের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষে হারুন অর রশিদ দুদু, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক মজিবর রহমান, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের পক্ষে আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, আদিবাসী ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে অসীম ম্রং, উপজেলার বিভিন্ন মসজিদে ইমামদের পক্ষে মাওলানা আবু ইউসুফ প্রমূখ। আলোচনা সভার শেষের দিকে এ উপজেলার আইন শৃংখলার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান আলোচক এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ অনুষ্ঠানে পুলিশিং কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং থানা পুলিশকে অপরাধ বিষয়ে যে কোন তথ্য দেওয়ার আহবান করেন।