শেরপুরের ঝিনাইগাতীতে ১৭ এপ্রিল সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ওসি মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম ও জাসদ ছাত্রলীগের সভাপতি আনিস আহাম্মেদ প্রমুখ।