শেরপুরের ঝিনাইগাতী উপজেলার যিদনী মডেল স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. কাউছার আহমেদ লালন, ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুবেল আহমেদ, মো. রনি আহমেদ, অভিভাবক মো. মাহমুদুল হাসান রনি, শিক্ষার্থী লুপ্তি প্রমুখ।