শেরপুরের ঝিনাইগাতীতে নিটল-নিলয় এক্সপ্রেস এর শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে । ১৮ ই জুন মঙ্গলবার উপজেলার ব্রীজপাড় বকুল মার্কেটে নিটল-নিলয় শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেসার্স আল-রাফি মটরস্ শো-রুমের পরিচালক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানীর কো-অডিনেটর সি.সি আর নিটল মটরস্ লিঃ এর মোঃ কামরুল হাসান, জোনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান,এরিয়া ম্যানেজার মোঃ সাদেকুল ইসলাম সুমন, আলহাজ্ব বকুল মিয়া প্রমুখ।
উদ্ধোধনী শেষে শো রুমের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।