শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ জন এতিম শিশুর মধ্যে ঈদুল ফিতরের নতুন জামা কাপড় বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছে উত্তরণ। গতকাল বৃহস্পতিবার বার সন্ধ্যায় উত্তরণ পাবলিক স্কুল ক্যাম্পাসে উত্তরণ শিা পরিবারের আয়োজনে এ জামা কাপড় বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির নিয়মিত বার্ষিক কর্মসূচী এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও এজেডএম শরীফ হোসেন। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান সাজুর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রধান শিক হারুন অর রশীদ, মো. শাহাজ উদ্দিন সাজু, মো. নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
ধানশাইল চকপাড়া মাদরাসা ও এতিম খানার এতিম শিশু মো. আব্দুর রহিম, মো. মুসলিম মিয়া নতুন কাপড় পেয়ে বলেন, আমার খুব ভালা লাগতাছে। এই প্রথম কেই আমাকে ঈদে আমাকে নতুন জামা উপহার দিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন বলেন, আজকের শিশু আমাদের আগামীর ভবিষ্যৎ। আমরা শুধু নিজ সন্তানের প্রতি যত্নবান হব তা নয় বরং পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি বিশেষ নজর রাখা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের শিাসহ তাদের অধিকার রায় সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার জন্য অনুরোধ রাখেন তিনি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।