শেরপুরের ঝিনাইগাতীতে করোনার কারণে বেকার হয়ে পড়া কর্মহীন শ্রমজীবী এক শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় করোনাভাইরাস সচেতনতায় লিফলেটও দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, তৈল ও সাবান।
এসময় সংগঠনের সদস্য নজরুল, লালন, নুরুন্নবী, জাহাঙ্গীর, এরশাদ, মাহমুদুল, এনামুল, কহিনুর ইসলাম, আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।