শেরপুরের ঝিনাইগাতীতে একটি বাড়ী একটি খামার প্রকেল্পর ৪৫ জন উপকারভোগীর মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই ঋণের চেক বিতরণ করেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক। এ উপলক্ষে একটি বাড়ী একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। এ সময় উপস্থিত ছিলেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মহিলা সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফারুক আহমেদ, ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ফজলুল হক ও ইউএনও ফারহানা করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ একটি বাড়ী একটি খামার প্রকল্পের বন্দভাটপাড়া, রামনগর, কালিনগর গ্রামের খামার পরিদর্শন করেন।
শেরপুর টাইমস/ বা.স