‘উৎসবে আনন্দে’ শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ৪টি সম্প্রদায়ের অনুসারীরা জাকজমক ভাবে ধর্মীয় উৎসব বড়দিন পালন করেছে। সোমবার সকালে উপজেলার সবচেয়ে বড় গীর্জা মরিয়মনগর সাধু জর্জ ক্যাথলিক চার্চে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্বশান্তি ও মানুষের মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন, ফাদার সুবল কুজুর সিএসসি। পরে মরিয়মনগর প্যারিস কাউন্সিলের আয়োজনে শুভ বড়দিনের আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ফাদার সুবল কুজুর সিএসসি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম।
পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে জেলা প্রশাসক শুভ বড়দিনের কেক কাটেন। এছাড়া উপজেলার আরও ১৬টি গীর্জায় প্রার্থনা শেষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে চলে নানা উৎসব আয়োজন।