শেরপুরের ঝিনাইগাতীতে উলামা সমিতির উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ইত্তেফাকুল উলামা কমিটির সহসভাপতি মাওলানা রহুল আমিন, সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের সভাপতি নুরুল ইসলাম মোগল, ঝিনাইগাতী বণিক সমিতির কার্যনিবাহী কমিটির সদস্য মাওলানা মঞ্জুরুল ইসলাম প্রমুখ।