শেরপুরের ঝিনাইগাতীতে উম্মে সাইমা (স্মৃতি) নামের এক শিক্ষার্থী উপবৃত্তির টাকায় সাত ব্যক্তিকে ঈদ উপহার দিয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) রাত আটটায় ঝিনাইগাতী বাজারের সাতজন নৈশ্যপ্রহরীর মাঝে ঈদ উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি দেয় ওই শিক্ষার্থী।
উম্মে সাইমা (স্মৃতি) ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও সমাজ সেবক মো. শাহা মিয়ার কন্যা।
উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী বণিক সমিতির পরিচালনা পরিষদের সদস্য মো. মঞ্জুরুল ইসলাম, মো. জাহিদুল হক মনির, ম্যানেজার মো. মাসুদ মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রশাসনিক অ্যাডমিন মোশাররফ হোসাইন প্রমুখ।