শেরপুরের ঝিনাইগাতীতে উন্নয়ন মেলার আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণ তথা প্রান্তিক জনগোষ্ঠীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলার আয়োজন উপলক্ষে এ প্রস্তুতি সভা আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মক্কু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি তদন্ত আব্দুল কাদের, উপজেলা জাসদ’র সভাপতি মো. মিজানুর রহমান, সাধারন সম্পাদক মো. একেএম ফজলুল হক প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১৩ জানুয়ারি শনিবার পর্যন্ত ৩দিনের উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়।