শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনের মাধ্যমে টেন্ডার (ই-জিপি) লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. আব্দুল্লাহ আল মামহমুদ ভ‚ঁইয়ার পরিচালনায় এ ই- জিপি টেন্ডার সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সাংবাদিক মো. জাহিদুল হক মনির, ঠিকাদার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এতে ১ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ১০টি কাজের প্যাকেজের নির্ধারিত কাজের জন্য এ টেন্ডার সম্পন্ন হয়। অনলাইন এ টেন্ডার প্রক্রিয়ায় শতাধিক ঠিকাদার অংশ গ্রহণ করেন।