শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল-বাকাকুড়া লাল মিয়ার রোড হতে ২৫ জানুয়ারী বুধবার রাতে শামীম আহম্মেদ (৩২) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম উপজেলার বাকাকুড়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে। ঝিনাইগাতী থানার ওসি মোঃ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২ সপ্তাহে মাদকের বিশেষ অভিযানে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঝিনাইগাতী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে আরো তৎপর রয়েছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।