শেরপুরের ঝিনাইগাতীতে মুসল্লীদের সম্মানার্থে ৯ জুন শুক্রবার বাজার বড় মসজিদে শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ঝিনাইগাতী বাজার বড় মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি খালিছুর রহমান। এসময় ইফতার ও দোয়া মাহফিলে মাহফিলে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক শাহ আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন, আ’লীগ নেতা বেলায়েত হোসেন, আনোয়ার উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লীসহ স্থানীয় সাংবাদিকগণ। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ২ সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।